সুপারশপের তাক বেয়ে উঠছে অতিকায় গুঁইসাপ (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

থাইল্যান্ডের একটি সুপারশপে হঠাৎ করে ঢুকে পড়ে একটি প্রমাণ সাইজের গুঁইসাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে।

গুঁইসাপটিকে দেখামাত্র সুপারশপটির ক্রেতা ও বিক্রয়কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়।

সিএনএনের ফেসবুক পেইজে ভিডিওটি পোস্ট করার ১০ ঘণ্টার মধ্যে প্রায় আড়াই হাজার মন্তব্য পড়ে। সুপারশপে গুঁইসাপটিকে শেলফ বেয়ে উঠতে দেখে সবাই হতবাক। বেশির ভাগ মন্তব্যে আতঙ্ক প্রকাশ করা হলেও থাইল্যান্ডের লোকজন সেখানে বলছেন, এই চারপেয়ে প্রাণীরা একদমই ক্ষতি করে না এবং বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে।

থাইল্যান্ডের একজন সিএনএনের ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন, ‘দুপুরের খাবার খুঁজছিল গুঁইসাপটি। ব্যাংককে এটি একেবারেই সচরাচর ঘটনা।’