সুমি শহরে বিমান হামলায় শিশুসহ ১০ জনের বেশি নিহত : ইউক্রেন

Looks like you've blocked notifications!
সুমি শহরে রুশ বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সুমি শহর এবং এর আশপাশের এলাকায় বিমান হামলায় ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে দাবি করে দেশটির এক সামরিক কর্মকর্তা বলেছেন, ‘নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।’ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের নেতৃত্বদানকারী কর্মকর্তা দিমিত্রো জিভিতস্কি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘স্থানীয় সময় রাত ১১টার পর রুশ যুদ্ধবিমান উত্তর-পূর্ব শহরটিতে হামলা চালায়।’

এ হামলায় ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে দাবি করে জিভিতস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।’ তিনি বলেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে, আমরা এটা কখনোই ক্ষমা করব না।’

এদিকে, ইউক্রেন শর্তের একটি তালিকা মেনে নিলে ‘এক মুহূর্তেই’ সেখানে সামরিক অভিযান বন্ধ করে দিতে রাশিয়া প্রস্তুত বলে জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এ কথা বলেছেন।

রাশিয়ার শর্ত বা দাবিদাওয়াগুলো তুলে ধরে দিমিত্রি বলেন, ‘মস্কো চায় ইউক্রেন সামরিক তৎপরতা বন্ধ করুক, নিরপেক্ষতা রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করুক, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকার করে নিক এবং দোনেৎস্ক ও লুহানস্ক বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক।’

পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইউক্রেন শর্তগুলো সম্পর্কে জানে। তাঁদের বলা হয়েছে, এসব শর্ত পূরণ করলে এ মুহূর্তেই রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হতে পারে।’

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।