সু চির দলের নবনির্বাচিত এমপিকে গুলি করে হত্যা
মিয়ানমারে অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নবনির্বাচিত এক এমপি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। শনিবার শান রাজ্যে নিজ বাড়ির সামনে নবনির্বাচিত এমপি হতিকে জোকে হত্যা করে এক বন্দুকধারী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচন-পরবর্তী এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক সহিংসতা বলে নিন্দা ও দ্রুত তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল এনএলডি।
এনএলডি-এর মুখপাত্র মিও নায়ুন্ত জানান, চাকমে শহরে বাড়ির সামনেই একটি দোকান চালাতেন হতিকে। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।
রয়টার্সকে ফোনে নায়ুন্ত বলেন, ‘তাঁর দোকানে একজন গ্রাহক আসায় তিনি দোকানের বাইরে গিয়েছিলেন। ওই গ্রাহকই তাঁকে গুলি করে।’
গুলি তাঁর বুকের ডান পাশে লাগে। আহত অবস্থায় তাঁকে চাকমে জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছে ‘মিয়ানমার টাইমস’।
গত ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে ৫০ বছর বয়সী হতিকে একটি আসনে জয়ী হয়েছিলেন। নির্বাচনে নেত্রী অং সান সু চির দল এনএলডি’ও বিপুল ভোটে জয় পেয়েছে।