সৌদির পর কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে মিসর
কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কাতারের ওপর সৌদি ও তার মিত্রদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদির এমন সিদ্ধান্তের পর ২৪ ঘণ্টা যেতে না যেতেই একই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর। অবরোধের প্রায় সাড়ে তিন বছর পর কাতারের জন্য আবারও আকাশপথ খুলে দিচ্ছে তারা।
আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়া টেলিভিশন। তবে সীমান্ত খোলার আগে বেশ কিছু দাবি-দাওয়া পূরণ করতে হবে বলে শর্ত দিয়েছে মিসর। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ৪১তম জিসিসি সম্মেলনে যোগ দিতে সৌদি যাচ্ছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এর আগে, কাতারের ওপর সৌদির অবরোধ তুলে নেওয়ার কথা জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ।