স্পুটনিক-৫ করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর : রাশিয়া
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে স্পুটনিক-৫ নামের একটি ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। আর তাদের তৈরি এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে দেশটির পক্ষ থেকে।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভ্যাকসিনের অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফলে এই তথ্য মিলেছে বলে বুধবার জানিয়েছে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল।
বিশেষজ্ঞরা বলেছেন, ট্রায়ালের নকশা ও প্রোটোকল সম্পর্কে খুব কমই জানা ছিল। তাই আজ বুধবার প্রকাশিত পরিসংখ্যানগুলোর ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন।
এর আগে চলতি সপ্তাহে মার্কিন ওষুধপ্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়। আর আজ জানানো হলো রুশ করোনার ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর।
বিশ্বে সবার আগে রাশিয়ায় গত আগস্টে জনসাধারণের ব্যবহারের জন্য গামালিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনের নিবন্ধন দেওয়া হয়। যদিও ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে শেষ ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে শুরু হয়।