স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/14/spain-corona.jpg)
স্পেনে করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদে ওই বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হন। স্পেনে এই প্রথম বাংলাদেশিরা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কয়েকজন নেতা দূতাবাসকে আট বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। দূতাবাস করোনায় আক্রান্তদের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন দেখেছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে। আক্রান্ত বাংলাদেশিরা তাঁদের পরিচয় জানাতে চান না বলে দূতাবাসকে জানানো হয়েছে। মাদ্রিদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত এম হারুন আল রশিদ দূতাবাসের ফেসবুক পাতায় এক পোস্টে এসব তথ্য জানান।
স্পেনজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থার তিন ধাপের প্রথমটি জারি করেছে স্পেন কর্তৃপক্ষ। করোনা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপ অঞ্চলে ইতালির পর স্পেনেই সবচেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এরই মধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে জুমার নামাজও সাময়িক বন্ধ রাখা হয়েছে। যানবাহন ও চলাফেরা নিয়ন্ত্রণে আনতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৩৩ জন। এ ছাড়া আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ২৩২ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৯৩ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।