স্বাধীনতা দিবসে ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা
দীর্ঘ বিরতির পর চলতি মাস থেকে আন্তঃদেশীয় মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে এই রেল পরিষেবা।
এতদিন যাতায়াতের জন্য আকাশ ও স্থলপথের ওপরেই নির্ভর করতে হয়েছে যাত্রীদের। করোনা সংক্রমণ কমে আসায় ফের স্বাভাবিক হচ্ছে এই ট্রেন পরিষেবা।
ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৬ মার্চ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে যাতায়াতের জন্য তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস। তিনটির মধ্যে প্রথমে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে গেদে সীমান্ত হয়ে ঢাকায় পৌঁছায় মৈত্রী এক্সপ্রেস। ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোল সীমান্ত হয়ে ঢাকায় আসে বন্ধন এক্সপ্রেস। আর নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসে মিতালি এক্সপ্রেস।