হজ পালনের জন্য মক্কায় রমজান কাদিরভ

Looks like you've blocked notifications!
হজ পালনের জন্য সৌদি আরবে রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ পবিত্র হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। হজ শুরুর ঠিক আগমুহূর্তে রমজান কাদিরভ মদিনা থেকে জেদ্দায় পৌঁছান।

গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মক্কার রাজকীয় প্রটোকল অফিসের মহাপরিচালক আহমেদ আবদুল্লাহ বিন দাফের এবং বেশ কয়েক জন কর্মকর্তা রমজান কাদিরভকে স্বাগত জানান।

রমজান কাদিরভ পবিত্র হজ পালনের জন্য প্রথমে মদিনা এবং পরে মক্কায় পৌঁছান। মদিনায় তিনি মসজিদে নববি পরিদর্শন করেন এবং নামাজ আদায় করেন।

মসজিদে নববিতে সেখানকার জনসংযোগ ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ সহকারী আন্ডার সেক্রেটারি জামান বিন আবদুল্লাহ আল-আসিরি, নববি মসজিদের নিরাপত্তা বাহিনীর কমান্ডার কর্নেল মুতাইব আল-বদরানি এবং বেশ কয়েক জন কর্মকর্তা তাঁকে স্বাগত জানান।