হাঙরের আক্রমণে অস্ট্রেলীয় পর্যটকের মৃত্যু

Looks like you've blocked notifications!
ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নুমেয়ারের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। ছবি : বিবিসি

হাঙরের আক্রমণে এক অস্ট্রেলীয় পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলছে, ৫৯ বছর বয়সি এই ব্যক্তি নুমেয়ারের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে গিয়েছিলেন। তিনি যখন তীরে থেকে প্রায় ১৫০ মিটার (৫০০ ফুট) দূরে সাঁতার কাটছিলেন তখন তিনি হাঙরের আক্রমণের শিকার হন।

কাছাকাছি পালতোলা নৌকায় থাকা দুজন লোক আক্রান্ত লোকটিকে সৈকতে ফিরিয়ে নিয়ে আসেন। তাকে বেশ কয়েকবার কামড় দেয় হাঙর। তাঁর পা ও বাহুতে গুরুতর জখম হয়েছিল। জরুরি পরিষেবাগুলোর সব চেষ্টা ব্যর্থ করে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অনেক পর্যটক সেই সময় পানিতে ছিল এবং ঘটনাটি দেখেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ঐ এলাকার বেশিরভাগ সৈকত বন্ধ করে দিয়েছে এবং কাছাকাছি জলে হাঙর ধরার নির্দেশ দিয়েছে।

এটি তিন সপ্তাহের মধ্যে সৈকতের কাছে তৃতীয় হাঙ্গরের আক্রমণ। এর আগে একজন সাঁতারু ২৯ জানুয়ারি এ এলাকায় হাঙরের আক্রমণে গুরুতর আহত হন এবং কয়েকদিন পরে একজন সার্ফারও আক্রান্ত হন।

নিউ ক্যালেডোনিয়া, যা ভানুয়াতুর দক্ষিণে অবস্থিত। অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২০০ কিলোমিটার (৭৫০ মাইল) পূর্বে অবস্থিত।