হাঙ্গেরিতে অভিবাসনপ্রত্যাশীবোঝাই গাড়ি দুর্ঘটনায় নিহত ৭

Looks like you've blocked notifications!
হাঙ্গেরিতে অভিবাসনপ্রত্যাশীবোঝাই একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে সাত জন নিহত ও চার জন আহত হয়েছে। ছবি : রয়টার্স

হাঙ্গেরিতে অভিবাসনপ্রত্যাশীবোঝাই একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে সাত জন নিহত ও চার জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সোমবার রাতে সার্বিয়া সীমান্তের কাছে মোরাহালম গ্রামে পুলিশ যানবাহন চেক করছে দেখতে পেয়ে অভিবাসনপ্রত্যাশীবোঝাই গাড়িটির চালক গতি বাড়িয়ে পুলিশের চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে সার্বিয়ার লাইসেন্স প্লেটধারী গাড়িটি একটি বাড়ির সঙ্গে ধাক্কা খায় ও উল্টে যায়, জানিয়েছে পুলিশ।

১০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে চালক হাঙ্গেরির সিজড শহরের দিকে যাচ্ছিলেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহত চালককে আটক করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরির সঙ্গে সার্বিয়ার সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।