হাসপাতালে রোগীর চাপ, বিধিনিষেধের আওতা বাড়াল জাপান

Looks like you've blocked notifications!
জাপানে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশের ৭০ শতাংশ জনগণকে জরুরি বিধিনিষেধের আওতায় এনেছে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে অলিম্পিক আয়োজক শহর টোকিওসহ দেশজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার ওপর পড়া ভয়াবহ চাপ নিয়ে উদ্বিগ্ন জাপানের কর্তৃপক্ষ দেশের ৭০ শতাংশ জনগণকে জরুরি বিধিনিষেধের আওতায় এনেছে।

আজ বৃহস্পতিবার জাপান এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি টোকিওর অলিম্পিক আয়োজনেও ছায়া ফেলেছে। ২৩ জুলাই থেকে শুরু হওয়া বৈশ্বিক এ ক্রীড়াযজ্ঞ ৮ আগস্ট (রোববার) শেষ হওয়ার কথা রয়েছে।

বুধবার জাপানের রাজধানীতে চার হাজার ১৬৬ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৬৬ হাজার ৯০৭ জনে; যে হারে নতুন রোগী শনাক্ত হচ্ছে তাতে এই সংখ্যা ১০ লাখ পেরোতে সময় লাগবে না বলে অনুমান পর্যবেক্ষকদের।

‘সংক্রমণ বাড়ছে অভাবনীয় গতিতে। হাসপাতালগুলোর পরিস্থিতি ভয়াবহ,’ গুরুতর কোভিড রোগীর সংখ্যা দুই সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ প্যানেলের অনেকে জাপানজুড়ে জরুরি অবস্থা জারির পক্ষে বলছেন, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নিশিমুরা।

জাপানের মেডিকেল অ্যাসোসিয়েশনও দেশজুড়ে জরুরি অবস্থা জারির পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষ আগেই টোকিওসহ ছয়টি প্রশাসনিক কাঠামোতে ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করে। এর পাশাপাশি আরও পাঁচটি প্রশাসনিক কাঠামোতে দেওয়া হয়েছিল ‘আধা-জরুরি অবস্থা’।