হাসপাতাল থেকে প্রাসাদে ফিরলেন রানি

Looks like you've blocked notifications!
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত

চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রানির মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে এসেছেন ৯৫ বছর বয়সী রানি।

গত বুধবার উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিল রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করতে হয়েছে। চিকিৎসকরা তাঁকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গত কিছুদিন ধরেই তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক।

সম্প্রতি, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করেন চিকিৎসকরা।