‘হিন্দু ধর্মের নামে সহিংসতাকারীরা হিন্দু নয়, ভণ্ড’
ভারতের ত্রিপুরায় মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী। এজন্য তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারকে দায়ী করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এক টুইট বার্তায় গতকাল বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, ‘হিন্দু ধর্মের নামে যারা সহিংসতা করে, তারা হিন্দু নয়, ভণ্ড। ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। সরকার কতদিন অন্ধ ও বধির হওয়ার ভান করে থাকবে।’
কয়েকদিন আগেই ত্রিপুরার বেশ কিছু এলাকায় পরিবেশ উত্তাল হয়ে ওঠে। এরপর গত বুধবার ১৪৪ ধারা জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে। দাবি করা হচ্ছে, মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে, পুলিশ একে গুজব বলে দাবি করেছে।
স্থানীয় লোকজনের দাবি, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরার চামটিলা এলাকায় অজ্ঞাত কয়েকজন লোক মসজিদ ও দোকান ভাঙচুর করে। তবে আইজিপি আইনশৃঙ্খলা সৌরভ ত্রিপাঠী এক বিবৃতিতে জানান, এ ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। মসজিদে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তবে, নতুন করে ওই স্পর্শকাতর এলাকায় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। বিএসএফ, রাজ্য পুলিশ এবং ত্রিপুরা রাজ্য রাইফেলসের সদস্য এলাকায় মোতায়েন রয়েছেন।
এদিকে বিজেপি সরকার গতকাল বৃহস্পতিবার সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। দলের রাজ্য ইনচার্জ বিনোদ সোনকর বলেছেন, কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক রয়েছে।
বিনোদ সোনকর বলেন, ‘কমিটিকে (সহিংসতা কবলিত) এলাকা পরিদর্শন করে আগামী দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যেহেতু আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা আমাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে, তাই আমরা সংখ্যালঘু সেলের সদস্যদের ঘটনাটি তদন্ত করতে বলেছি।’