হিমালয় পর্বতে তুষারধসে ৭ ভারতীয় সেনার মৃত্যু

Looks like you've blocked notifications!
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের হিমালয় পর্বতে তুষারধসে সাত ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের হিমালয় পর্বতে তুষারধসে সাত ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে।

রোববার চীন সীমান্তের কাছে কামেং অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্তরপূর্বাঞ্চলীয় মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষ বর্ধন পাণ্ডে এক বিবৃতিতে বলেছেন, ‘তুষারধসের স্থান থেকে সাত সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।’

১৪ হাজার ৫০০ ফুট উচ্চতার কামেং অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারি তুষারপাত হচ্ছে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন পাণ্ডে।

গত কয়েক বছরে প্রতিবেশী চীনের সঙ্গে ভারতের বেশ কয়েকটি সীমান্ত বিরোধের কারণে দুই প্রতিবেশীর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে হিমালয়ের পূর্বাংশের অরুণাচল প্রদেশে সেনাটহল বৃদ্ধি করেছে ভারত, পাশাপাশি রাস্তা ও টানেল তৈরি করছে। অরুণাচলের সঙ্গে চীন শাসিত তিব্বতের সীমান্ত আছে।