১০০ বছরের রেকর্ড তুষারপাত চীনে
চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শহর শেনিয়াংয়ে তীব্র তুষারপাত হয়েছে। বরফের পুরুত্ব গড়ে ২০ ইঞ্চিতে গিয়ে ঠেকেছে। ১৯০৫ সালের পর থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তুষারপাত বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
উত্তরপূর্ব চীনের বেশকিছু এলাকায় এবার ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে। ঘরবাড়ি উষ্ণ রাখতে হিমশিম খেতে হয় ওইসব এলাকার মানুষজনকে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংকটও দেখা দেয়।
তীব্র তুষারপাতে শেনিয়াংয়ের পাশের মঙ্গোলিয়ার ভেতরের একটি এলাকায় একজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ হাজার ৬০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকেমঙ্গোলিয়ার টংগোলিয়াও শহরের আবহাওয়া গবেষকেরা বলেছেন, তুষারপাত অত্যন্ত প্রবল ছিল এবং হঠাৎ হঠাৎ ঝড়ো হাওয়া দেখা দিয়েছিল।
তুষারপাত এতটাই তীব্র ছিল, সম্প্রতি উত্তরপূর্ব চীনের কিছু এলাকা এবং মঙ্গোলিয়ার বিভিন্ন এলাকায় ২৭ বার রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। তুষারপাতের সতর্কতার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ। পরিস্থিতি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মতো হয়, তখন রেড অ্যালার্ট জারি করা হয়।