১০ বছরে এই প্রথম মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক মহড়ায় রাশিয়া
গত ১০ বছরে প্রথমবারের মতো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের বন্দর নগরী করাচির কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের অংশগ্রহণে আমান-২০২১ নামে জলদস্যুবিরোধী একটি নৌমহড়া অনুষ্ঠিত হবে। সেখানে মস্কো নৌবাহিনীর সদস্যরা অংশ নেবেন। খবর মস্কো টাইমসের।
এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্ক, জাপান, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীও যোগ দেবে।
এর আগে ২০১১ সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়া সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।
২০১৪ সালে যখন ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং ইউক্রেন সংকট মারাত্মক আকার ধারণ করে তখন থেকে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সম্পর্কের অবনতি ঘটে।