১৪ বছর লটারি ধরে এবার মিললো কোটি টাকার পুরস্কার

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক নগদ অর্থ পুরস্কারের বিগ টিকেট লটারিতে প্রথম হয়েছেন জর্ডান থেকে আসা ইব্রাহিম আবেদ লুতফি ওসমান নামের এক ব্যক্তি। ১৪ বছর ধরে একা অথবা বন্ধুদের সঙ্গে মিলে লটারির টিকেট কিনে আসছিলেন এই লোক। এবার মিলেছে সাফল্য। গালফনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবারের টিকেটও বন্ধুদের সঙ্গে নিয়ে কেটেছিলেন ইব্রাহিম আবেদ লুতফি ওসমান। কপালের লিখন মোতাবেক এবার তারা পেয়ে গেছেন পাঁচ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় এক কোটি ২১ লাখ ২৪ হাজার টাকারও বেশি।

ইব্রাহিম আবেদ লুতফি ওসমান বলেন, ‘এই সপ্তাহের লটারির অর্থ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার তিন বন্ধু এবং আমি মিলে গত ১৪ বছর ধরে টিকেট কিনে আসছিলাম। শেষমেষ এইবার আমরা জিতলাম।’