১৬ বছরের কিশোরকে গুলি করে হত্যা করল রাশিয়ার পুলিশ
রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা তাতারস্তানে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এখনো ওই কিশোরের পরিচয় যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় একটি পুলিশ স্টেশনে আগুন ধরানো ও এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। আর তখনই সে পুলিশের গুলিতে নিহত হয়।
এদিকে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। এ ছাড়া সে কি কারণে পুলিশ স্টেশনে হামলা চালাতে চেয়েছিল তারও কোনো কারণ জানানো হয়নি।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, তারা ঘটনাটিকে অপরাধ হিসেবে দেখছে। এ সংক্রান্ত একটি ফৌজদারি তদন্তও শুরু করা হয়েছে। কুকমোর শহরে একটি থানায় আগুন ধরাতে চেষ্টা করেছিল ওই কিশোর। তাকে গ্রেপ্তারের চেষ্টাকালে এক পুলিশ কর্মকর্তাকে সে অন্তত তিনবার ছুরিকাঘাত করে। পরে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়।