২০৩৫ সালের মধ্যে স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেক মানুষ!
২০৩৫ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক মানুষই অতিরিক্ত ওজনের অধিকারী হবে, না হয় স্থূলতায় ভুগবে। ইংল্যান্ড ভিত্তিক সংস্থা দ্য ওয়ার্ল্ড ওবেসটি ফেডারেশন এক প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করেছে। আজ শুক্রবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
দ্য ওয়ার্ল্ড ওবেসটি ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ বছরের মধ্যে বিশ্বের ৫১ শতাংশ মানুষ অথবা ৪০০ কোটি মানুষ অতিরিক্ত ওজনের হয়ে যাবে। আর প্রতি চারজনের একজন অথবা ২০ লাখ মানুষ স্থূলতায় ভুগবে। স্থূলতার হার বেশি থাকবে শিশু ও নিম্ন আয়ের দেশের মানুষদের মধ্যে।
তথ্যটিকে সতর্কীকরণ হিসেবে বর্ণনা করে ওয়ার্ল্ড ওবেসটি ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস বাউর বলেছেন, ‘পরিস্থিতির অবনতি রোধ করতে নীতিনির্ধারকদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার।’
বৃহস্পতিবার এক বিবৃতিতে লুইস বাউর বলেন, ‘শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে স্থূলতার হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক। এর পেছনে মূল কারণগুলো পর্যালোচনা করে তরুণদের স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক ও অর্থনৈতিক খরচ এড়াতে বিশ্বব্যাপী সরকার এবং নীতিনির্ধারকদের যথাসাধ্য সবকিছু করতে হবে।’
ওয়ার্ল্ড ওবেসটি ফেডারেশনের ভভিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২০ সালে শিশুদের মধ্যে স্থূলতা ছিল, তা ২০৩৫ সালের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। ২০৩৫ সালের মধ্যে স্থূলতায় ভুগবে ২০ কোটি আট লাখ ছেলে শিশু। আর ১৭ কোটি পাঁচ লাখ মেয়ে শিশু স্থূলতায় ভুগবে।
ফেডারেশন আরও জানিয়েছে, বিশ্বজুড়ে স্থূলতার হার বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। ২০৩৫ সাল নাগাদ বার্ষিক ক্ষতি হবে চার লাখ কোটি মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির তিন শতাংশ।
অতিরিক্ত ওজনের জন্য ব্যক্তিকে দায়ী করছে না ওয়ার্ল্ড ওবেসটি ফেডারেশন। তারা বলছে, সামাজিক, পরিবেশগত ও জৈবিক কারণ এ জন্য দায়ী। এসব বিষয়ে ফোকাস করতে হবে।
আল-জাজিরা বলছে, প্রতিবেদনটি তৈরি করতে বডি ম্যাস ইনডেস্ক (বিএমআই) ব্যবহার করেছে ওবিসিটি ফেডারেশন। আগামী সপ্তাহে জাতিসংঘে এই প্রতিবেদন উপস্থাপন করবে সংস্থাটি।