২০ জনকে হত্যার পর গুলিতেই মরল থাই সেনাসদস্য

থাইল্যান্ডের কোরাট শহরের একটি শপিং মলে এলোপাতাড়ি গুলিবর্ষণকারী সেনাসদস্য আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এর আগে ওই সেনা সদস্যের গুলিতে ২০ জনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
গুলিবর্ষণকারী সেনাসদস্য শনিবার বিকেল থেকে হামলা শুরু করে রোববার সকাল পর্যন্ত শপিংমলটির বেজমেন্টে অবস্থান করছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়।
থাইল্যান্ড সরকারের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কংচিপ তন্ত্রনিত বলেন, ‘আমরা জানি না সে কেন এটা করেছে। তবে মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে।’
থাই পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাকারী রোববার ভোর পর্যন্ত শপিংমলের বেজমেন্টে অবস্থান করলেও তিনি কাউকে বন্দি করে রাখেননি। আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাঁকে আটকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এরপর আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়। এতে গুলিতে নিহত হন ওই হামলাকারী।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ওই ব্যক্তি সেনা ক্যাম্পে প্রথমে নিজের কমান্ডার এবং পরে আরো দুই সহকর্মীর ওপর গুলি চালান। এরপর মুনাং এলাকার একটি শপিং মলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। ভয়াবহ এ হামলায় নিহতদের মধ্যে শিক্ষার্থী ও ট্যাক্সি চালকও রয়েছেন বলে জানা গেছে।
মোবাইল ফোনে সেলফি মোডে ফেসবুক লাইভে এসে গুলি চালানোর ঘটনা সরাসরি সম্প্রচার করেন হামলাকারী ওই সেনাসদস্য। তবে ওই লাইভের কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।
সেনাবাহিনীর পোশাক পরেই এ তাণ্ডব চালান ওই সেনাসদস্য। প্রাথমিকভাবে হামলাকারীর নাম জাকরাপাথ থোম্মা (৩২) বলে জানা গেছে।