২৪ আগস্ট শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোটাবায়া

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ছবি : রয়টার্স

আগামী ২৪ আগস্ট শ্রীলঙ্কায় ফিরতে পারেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত উদয়াঙ্গ বীরাতুঙ্গা আজ বুধবার এমন ইঙ্গিত দিয়েছেন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর তাদের প্রতিবেদনে এমনটি জানায়।

সাংবাদিকেরা এ বিষয়ে আরও নিশ্চিত হতে চাইলে উদয়াঙ্গ বীরাতুঙ্গা বলেন, তারিখ পরিবর্তন হতেও পারে। তবে, আজ আমি দায়িত্ব নিয়েই বলছি।’

শ্রীলঙ্কায় ফিরে গোটাবায়া আবারও রাজনীতিতে সক্রিয় হবেন কি না, জানতে চাইলে রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের জনগণ ফের বোকা হবে, এমনটি মনে করি না আমি। তিনি (গোটাবায়া রাজাপাকসে) চতুর রাজনীতিবিদ নন, তবে তিনি ঝানু আমলা এবং চৌকস সামরিক কর্মকর্তা। মাহিন্দা রাজাপাকসের যে যোগ্যতা রয়েছে তার এমন কিছুই নেই। এ কারণে তিনি যা করেছেন, সবই ভুল করেছেন।’