২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত বেড়েছে ২৫ শতাংশ
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আন্তর্জাতিক সংস্থাগুলোও তৎপর রয়েছে। এর মধ্যেই ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা রাতারাতি বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।
ইতালি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইতালিতে গত মঙ্গলবার রাত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৮০ জন। কিন্তু গতকাল বুধবার রাতে কর্তৃপক্ষ জানায়, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।
করোনাভাইরাসের এমন বাড়বাড়ন্ত সংক্রমণে ইতালিতে স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক অনুষ্ঠান।
ভাইরাস উপদ্রুত ১১টি শহরের ৫৫ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, ইতালি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বুধবার জানিয়েছে, চীনে থেকে উৎপন্ন করোনাভাইরাস প্রথমবারের মতো অন্য দেশেও দ্রুত ছড়াচ্ছে।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরে শুরু হয় করোনাভাইরাসের প্রকোপ। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় ৪০টি দেশে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস থেকে সৃষ্ট শ্বাস-প্রশ্বাসজনিত কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৭০০ জনেরও বেশি।