২ ব্রিটিশ নাগরিকের মরদেহ ফেরত দিল রাশিয়া: ইউক্রেন

Looks like you've blocked notifications!
নিহত দুই ব্রিটিশ নাগরিক অ্যান্ড্রু বাগশাও (৪৭) ও ক্রিস প্যারি (২৮)। ছবি : বিবিসি

বন্দি বিনিময়ের অংশ হিসেবে পূর্ব ইউক্রেনে যুদ্ধে নিহত দুই ব্রিটিশ নাগরিক ক্রিস প্যারি (২৮) ও অ্যান্ড্রু বাগশাও (৪৭) এর মৃতদেহ ইউক্রেনের হাতে তুলে দিয়েছে রাশিয়া।

গত মাসে পূর্ব ইউক্রেনে যুদ্ধ করার সময় গোলার আঘাতে ওই দুজন নিহত হন। কবে নাগাদ যুক্তরাজ্যের দূতাবাস কর্মীদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি বলে জানায় বিবিসি।

গত ৬ ‍জানুয়ারি ওই দুইজনকে সর্বশেষ সোলেদারের দিকে যেতে দেখা গিয়েছিল। বাগশাওয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়, তারা দুজন একজন বয়স্ক নারীকে উদ্ধারের চেষ্টা করার সময় একটি শেল তাদের গাড়িকে আঘাত করে।

গত মাসে তুমুল লড়াইয়ের পর ইউক্রেনের লবন খনি সমৃদ্ধ ছোট্ট শহর সোলেদার দখল করে রাশিয়া।

যদিও ইউক্রেন সরকারের দাবি, রাশিয়া এখনো সোলেদারের পূর্ণ দখল পায়নি।

সর্বশেষ বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া তাদের ১১৬ যোদ্ধাকে মুক্তি দিয়েছে বলে জানান ইউক্রেনের চিফ অব স্টাফ অ্যানড্রি ইয়েরমাক। যাদের মধ্যে মারিউপোলের ও খেরসনের প্রতিরোধ যোদ্ধা, বাখমুতের স্নাইপার এবং বিশেষ অভিযানে অংশ নেওয়া দুই যোদ্ধাও রয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘জটিল মধ্যস্থতা প্রক্রিয়ায়’ তাদের ৬৩ সেনাকে ফিরিয়ে দিয়েছে ইউক্রেন।

এই মধ্যস্থতা প্রক্রিয়ায় ভূমিকা রাখার জন্য তারা সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ দিয়েছে।

এ বছর দুই দেশের মধ্যে এটা দ্বিতীয় বন্দিবিনিময়।