৩২৭ জনের ভোটে সোমালিয়ার ক্ষমতায় ফিরলেন হাসান শেখ

Looks like you've blocked notifications!
দ্বিতীয় বারের মতো সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান শেখ মোহাম্মদ। ছবি : রয়টার্স

পার্লামেন্ট সদস্যদের চূড়ান্ত ভোটাভুটি শেষে সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক নেতা হাসান শেখ মোহাম্মদ। খবর বিবিসির।

হাসান শেখ মোহাম্মদ দেশটির বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ আবুদুল্লাহি ফারমাজোকে পরাজিত করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ আবুদুল্লাহি ফারমাজো ২০১৭ সাল থেকে ক্ষমতায় ছিলেন।

জনগণের ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্‌বেগের কারণে সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি কেবল দেশটির ৩২৮ জন পার্লামেন্ট সদস্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁদের মধ্যে এক জন এমপি ভোট দেননি।

হাসান শেখ মোহাম্মদ ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ফার্মাজো পেয়েছেন ১১০ ভোট। এ ছাড়া তিন জন এমপির ভোট নষ্ট হয়েছে বলে জানা গেছে।

বিবিস বলছে—অস্বাভাবিক পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে সোমালিয়ার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যাগুলোর পাশাপাশি দেশটিতে গণতান্ত্রিক জবাবদিহির অভাব ফুটে উঠেছে।

এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সোমালিয়ার মসনদে হাসান শেখ মোহাম্মদের প্রত্যাবর্তন হলো। ফার্মাজোর কাছে পরাজিত হওয়ার আগে হাসান শেখ ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমালিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

সরাসরি এমপিদের ভোটে এবারের প্রেসিডেন্ট নির্বাচনটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চূড়ান্ত ফল পেতে তিন দফায় ভোটাভুটি করতে হয়েছে। দেশটিতে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ ভোটগ্রহণ প্রায় ১৫ মাস বিলম্বে অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পরপরই হাসান শেখ মোহাম্মদ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এ সময় দেশটির রাজধানীতে মোগাদিশুতে হাসান শেখের সমর্থকদের উল্লাস প্রকাশ করতে এবং ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে। হাসান শেখ আগামী চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাংকের ২০২০ সালের তথ্য অনুযায়ী, সোমালিয়ার জনসংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ।