৫৩ আরোহীসহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে। বুধবার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান, কেআরআই নাংগালা-৪০২ নামে ওই সাবমেরিনটি অনুসন্ধানে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

সাবমেরিনটি খুঁজতে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। তবে, দেশ দুটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার ভোর রাতে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

ফার্স্ট অ্যাডমাইরাল জুলিয়াস উইদজোজনো এএফপিকে বলেন, নৌবাহিনী এটিকে খুঁজছে। এই অঞ্চলটি আমাদের পরিচিত, তবে এটি বেশ গভীর।

কয়েকটি সূত্র বলেছে, সাবমেরিনটি গভীর জলে ডুব দেওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি।

রয়টার্স জানায়, এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।