৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

Looks like you've blocked notifications!
ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এই ভূমিকম্প।

ইউএসজিএস এক বিবৃতিতে আরো জানায়, ভূকম্পনের ফলে তেমন ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। আগাম সুনামির সতর্কবার্তাও জারি করা হয়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এরিক দাম্পাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটি শক্তিশালী ছিল। সবকিছু কেঁপে উঠেছিল। ঘটনার সঙ্গে সঙ্গে সবাই ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেয়। এখনো মানুষ রাস্তায় রয়েছে।’