৮০০ বছর পর আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

Looks like you've blocked notifications!
আইসল্যান্ডের ফাগরাডালসফল আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। ছবি : রয়টার্স

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে ফাগরাডালসফল আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। প্রায় ৮০০ বছর পর আবারও আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটল। খবর বিবিসি ও আল জাজিরার।

গত তিন সপ্তাহে আইসল্যান্ডে ৫০ হাজারেরও বেশি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। অগ্নুৎপাত শুরুর আগে ফাগরাডালসফলের ১ দশমিক ২ কিলোমিটার দূর থেকে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রিকজাভিক থেকে ৪০ কিলোমিটারের মতো দূরে ফাগরাডালসফলে অগ্ন্যুৎপাত শুরু হয়। পরবর্তীকালে ওয়েবক্যাম ও স্যাটেলাইটের ছবির মাধ্যমে অগ্ন্যুৎপাত নিশ্চিত হয়।

অগ্ন্যুৎপাতের এলাকায় কোস্টগার্ডের হেলিকপ্টার পাঠানো হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে যে ছবি সংগ্রহ করা হয় যাতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ হয়ে নিচে গড়িয়ে পড়ছে।

অগ্ন্যুৎপাতে খুব বেশি ছাঁই বের হবে না বলে ধারণা করা হচ্ছে। তাই আশা করা হচ্ছে, এর ফলে বিমান চলাচল বাঁধাগ্রস্ত হবে না। তবে ২০১০ সালে ইজাফল্লাজোকাল আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সমগ্র ইউরোপে বিমান চলাচল স্থগিত করতে হয়েছিল।

উল্লেখ, আইসল্যান্ডে দুটি টেকটোনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে সেখানে প্রতিনিয়তই ভূমিকম্প অনুভূত হয়।