৯৯ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় সিরাপ নিষিদ্ধ

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়ায় সিরাপ ও তরল জাতীয় ওষুধ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় সিরাপ ও তরল জাতীয় ওষুধ খেয়ে কিডনি জটিলতায় প্রায় ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় তরল ও সিরাপ জাতীয় সব ধরনের ওষুধ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আফ্রিকার দেশ গাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে প্রায় ৭০ শিশুর মৃত্যুর কয়েক সপ্তাহ পর ইন্দোনেশিয়া থেকে এমন খবর এলো। খবর বিবিসির।

দেশটির সরকার জানিয়েছে, কিছু সিরাপে এমন উপাদান পাওয়া গেছে, যা কিডনিতে গুরুতর জটিলতার সৃষ্টি করে। এসব সিরাপ খেয়ে এ বছর ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসব ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত, নাকি আমদানি করা তা স্পষ্ট করেনি ইন্দোনেশিয়ার সরকার।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা কিডনি জটিলতায় ভুগছে- এমন ২০০ শিশুর কথা জানতে পেরেছেন। তাদের বেশির ভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাম্বিয়ায় প্রায় ৭০ শিশুর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত চারটি কাশির সিরাপের বিষয়ে একটি বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে।