যুক্তরাষ্ট্রে চারজনকে গুলি করে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/08/photo-1423400820.jpg)
যুক্তরাষ্ট্রের আটলান্টার পশ্চিমাঞ্চলীয় এলাকা ডগলাসভিলের একটি বাড়িতে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে স্মৃতি স্থাপনা তৈরি করা হয়েছে। পুলিশ দড়ি দিয়ে বাড়িটিকে ঘিরে রেখেছে। স্থানীয় সময় গতকাল ৭ ফেব্রুয়ারি-২০১৫, শনিবার তোলা। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার পশ্চিমাঞ্চলীয় এলাকা ডগলাসভিলে হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। হত্যাকাণ্ড চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবারের এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়।
ডগলাস কাউন্টির শেরিফের কার্যালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট গ্লেন ড্যানিয়েল এএফপিকে জানান, ডগলাসভিলের এক বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট সাতজনকে গুলি করা হয়।
আহত দুই শিশু এবং ওই পরিবারের অন্য এক স্বজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্লেন ড্যানিয়েল বলেন, পারিবারিক কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।