অভিবাসন সংকটের জন্য জাতিসংঘকে দুষলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় অভিবাসন সংকট নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি সরাসরি জাতিসংঘকে এই সংকটকে আরও গভীর করার জন্য অর্থায়নের অভিযোগ করেছেন। তিনি বলেন, এটি পশ্চিমা দেশগুলোর জন্য সমস্যা তৈরি করছে।
খবর সিএনএন।
ট্রাম্প বলেন, ‘জাতিসংঘ কেবল যে সমস্যাগুলো সমাধান করা উচিত তা করছে না, প্রায়শই এটি আসলে আমাদের জন্য নতুন সমস্যা তৈরি করছে।’ তিনি ‘অনিয়ন্ত্রিত অভিবাসন’কে এর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, ‘জাতিসংঘ পশ্চিমা দেশগুলো ও তাদের সীমান্তে আক্রমণের জন্য অর্থায়ন করছে।’

ট্রাম্প দাবি করেন, অভিবাসীদের জন্য জাতিসংঘের সহায়তা মানুষকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে উৎসাহিত করছে। জাতিসংঘ অবৈধ অভিবাসীদের খাদ্য, আশ্রয়, পরিবহণ ও ডেবিট কার্ডও সরবরাহ করেছে।
ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এমনটা কখনোই মেনে নেবে না যে, বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক মানুষ আমাদের দেশের সীমানা লঙ্ঘন করবে, সার্বভৌমত্ব ক্ষুণ্ন করবে ও অপরাধ করার সুযোগ পাবে।’