বড়দিনে ঘূর্ণিঝড় হয়ে উঠেছে রীতি!

বড়দিনের দিনে ভয়াল ঘূর্ণিঝড় আসাটা ডেন ফিলিপাইনে রীতিতে পরিণত হয়েছে। গত সাড়ে ছয় দশক বা ৬৫ বছরে সাতবার বড়দিনের দিনেই দেশটিতে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। দি ইনডিপেনডেন্টের দেওয়া তথ্যমতে, প্রতিটি ঝড়ই কেড়ে নিয়েছে প্রাণ।
এবারও সেই ধারাবাহিকতার ব্যত্যয় হয়নি। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নক টেনের’ আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চল। গতকাল রোববার বড়দিনের দিনেই ২৫৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি দেশটিতে আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে দুজন নিহত হয়েছেন।
বিবিসি জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণের কাতানদুয়ানেস প্রদেশ। উপকূলীয় এই প্রদেশটির হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে এই ঝড়ে। এ ছাড়া আরো পাঁচটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহের লাইন ধ্বংসসহ নানা ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গত শুক্রবার থেকে এই ঝড়ের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছিল। কঠোর সতর্কতা ব্যবস্থার কারণে বিপুল প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।