বিধ্বস্ত রুশ বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে
কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার তথা ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গত রোববার সিরিয়া যাওয়ার পথে কৃষ্ণসাগরে ৯২ যাত্রী ও ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানের সবাই নিহত হন।
বিমানটিতে ‘রেড আর্মি’ নামে রাশিয়ার একটি সংগীতদল এবং নৃত্যশিল্পীরা ছিলেন, যাঁরা সিরিয়ায় যুদ্ধরত দেশটির সৈন্যদের জন্য আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে যাচ্ছিলেন। বিধ্বস্ত বিমানটিতে আরো ছিলেন সাংবাদিক ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাদের টিইউ-১৫৪ টুপোলেভ বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচি শহর থেকে সিরিয়ায় লাতাকিয়া শহরের উদ্দেশে ওড়ার দুই মিনিট পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ সাংবাদিকদের বলেছিলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর কেউই বেঁচে নেই। ‘বিধ্বস্ত হওয়ার জায়গাটি চিহ্নিত করা হয়েছে। জীবিত কাউকে পাওয়া যায়নি’, বলেন কোনোশেনকভ।
বিমান বিধ্বস্ত হওয়ার পর সেন্ট পিটার্সবুর্গে টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৬ ডিসেম্বরকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন।
সোভিয়েত আমলের টুপোলেভ বিমানটি ১৯৮৩ সালে তৈরি করা হয়েছিল। বিমানটিতে ৮৪ যাত্রী ও আটজন ক্রু ছিলেন।