সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। রুশ সেনাপ্রধান ভ্যালিরি গিরাসিমোভের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।
গিরাসিমোভ বলেন, রাশিয়ার বিমান ও কিছু যুদ্ধজাহাজ প্রথমবারের মতো সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
সেনাপ্রধান জানান, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ীই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে।
ডিসেম্বরে সিরিয়ার সরকার ও বিরোধী দলের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির অধীনে সৈন্য প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।