‘যৌনকর্মীদের পেছনে ছুটেছিলেন ট্রাম্প’, বিশ্বাস করেন না পুতিন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় গিয়ে যৌনকর্মীদের সঙ্গে দেখা করেছিলেন—এমন কথা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজের এই অভিব্যক্তির কথা জানান পুতিন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়, ২০১৩ সালে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সে সময় মস্কোর একটি হোটেলে যৌনকর্মীদের সঙ্গে দেখা করছেন ট্রাম্প। এমন একটি ভিডিও নাকি রয়েছে রাশিয়ার হাতে। আর ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে ট্রাম্পকে।
তবে এ ধরনের ভিডিওর বিষয় একেবারেই উড়িয়ে দিয়েছেন পুতিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাম্প যখন মস্কোতে এসেছিলেন, তখন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। আমরা তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষা সম্পর্কেও জানতাম না।’
‘সবার কি এটাই মনে হয়, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সব মার্কিন বিলিয়নেয়ারের পেছনে আড়ি পাতে? অবশ্যই না। এটা পুরোপুরিই হাস্যকর।’
সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে পুতিন বলেন, ট্রাম্পকে কেন যৌনকর্মী ভাড়া করা লাগবে? মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুন্দরীদের সঙ্গে দেখা করার সুযোগ ছিল তাঁর।
পুতিন বলেন, “আমি বিশ্বাস করতে পারি না যে তিনি (ট্রাম্প) হোটেলের দিকে ছুটে যাচ্ছেন আমাদের ‘সমাজের নিচুসারির’ নারীদের সঙ্গে দেখা করতে। যদিও তারা (রাশিয়ার যৌনকর্মী) বিশ্বসেরা।”
‘যারা মার্কিন নির্বাচনের জয়ী প্রার্থীর বিরুদ্ধে এমন মিথ্যা প্রচার করে বেড়ায়, তারা যৌনকর্মীদের চেয়েও খারাপ। তাদের কোনো নৈতিকতাই নেই।’