দিল্লি দখলে চীনের লাগবে ১০ ঘণ্টা!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/19/photo-1484820158.jpg)
চীনের সেনাবাহিনীর সদস্যদের ছবি। ছবি : জিনিউজ
চীনের একটি প্রাদেশিক টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, যুদ্ধের সময় দেশটির সৈন্যরা ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছাতে পারে। শুধু তাই নয়, আক্রমণের ১০ ঘণ্টার মধ্যে দিল্লি চীনের দখলে চলে আসবে বলেও দাবি করেছে টেলিভিশন চ্যানেলটি।
আর এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভারতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে টেলিভিশন চ্যানেলটির এ খবরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ করতেও ছাড়ছেন না।
ভারতের সংবাদমাধ্যম জিনিউজ জানায়, প্রাদেশিক একটি টিভি স্টেশনে গত সপ্তাহে এক আলোচনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দাবি করেন, চীনের সাঁজোয়া যান ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছাতে পারবে। আর প্যারাট্রুপারদের লাগবে কেবল ১০ ঘণ্টা।
ওই অনুষ্ঠানে উপগ্রহ থেকে তোলা ভারতের রাজধানীর ছবিও প্রদর্শন করা হয়। এ ছাড়া ওই অনুষ্ঠানে ভারতের পরমাণু কর্মসূচিরও সমালোচনা করা হয়।