প্রকাশিত হলো প্রথম রোবট সাংবাদিকের লেখা খবর!
চীনের একটি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ৩০০ শব্দের ওই প্রতিবেদনটি বসন্তকালীন উৎসব নিয়ে। প্রতিবেদক যেনতেন কেউ নন, একজন রোবট!
দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চীনের গুয়াংজুতে পরীক্ষামূলকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সাংবাদিক ওই রোবটটির নাম জিয়াও নান। ৩০০ শব্দ লিখতে রোবট নান সময় নিয়েছে মাত্র এক সেকেন্ড!
জিয়াও নান নামে ওই রোবট পরিচালনার কাজ করেন পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ান জিয়াওঝুন। তাঁর দাবি, জিয়াও নান খুব দ্রুত স্বল্প ও দীর্ঘ আকারের প্রতিবেদন লিখতে পারে।
অধ্যাপক ওয়ান জিয়াওঝুন বলেন, ‘অন্যান্য সাংবাদিকের মতোই জিয়াও নান তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে পারে। এর ওপর ভিত্তি করে প্রতিবেদন লিখতে পারে।’
কিন্তু তাই বলে সাংবাদিকতা থেকে মানুষকে এখনই বিদায় বলে দেওয়ার সময় আসেনি বলে জানিয়েছেন জিয়াওঝুন। তিনি জানান, জিয়াও নান কেবল তথ্য বিশ্লেষণ করে লিখতে পারে। রোবটের পক্ষে মুখোমুখি সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়। কোনো ঘটনা সংবাদ হয়ে উঠতে পারে তা ধরার ক্ষমতাও রোবটের নেই।
অধ্যাপক জিয়াওঝুন বলেন, ‘তবে প্রতিবেদক ও সম্পাদককে সাহায্য করার মতো যথেষ্ট ক্ষমতা এ রোবটের আছে।’