দিল্লিতেও ম্যাগি নুডলসে উচ্চমাত্রায় সিসা
এবার ভারতের দিল্লি সরকারের করা পরীক্ষাতেও ম্যাগি ইন্সট্যান্ট নুডলসে মিলেছে ক্ষতিকর সীসা। দিল্লি সরকারও এটিকে অনিরাপদ হিসেবে বর্ণনা করেছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভি আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের অনলাইন সংস্করণে এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানায়, প্রাথমিক প্রতিবেদনে দেখা যায় প্রতি ১৩টি নুডলসের প্যাকেটের মধ্যে ১০ টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়া গেছে। পুরো প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতে একটি কমিটিও গঠন করতে যাচ্ছে দিল্লি সরকার।
এর আগে গত মাসে দেশটির উত্তর প্রদেশে সহনীয় মাত্রার চেয়ে আটগুণ বেশি সীসা পাওয়ার পর থেকে বিতর্ক বন্ধই হচ্ছে না ম্যাগি নুডলস নিয়ে।
এদিকে এসব প্রতিবেদনে অসঙ্গতি আছে জানিয়ে ম্যাগি ইন্সট্যান্ট নুডলস প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়া নিজেরাই নুডলস পরীক্ষা করে। তারা বলছে, তাদের উৎপাদিত পণ্যে সহনীয় মাত্রাতেই সীসার উপস্থিতি রয়েছে।
কিন্তু এর পরও ভারতের বিভিন্ন রাজ্য আলাদাভাবে ম্যাগি ইন্সট্যান্ট নুডলস পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে।
এ ছাড়া কেরালা সরকার আজ থেকে ম্যাগি নুডলসের সব ধরনের বিক্রয় ও বিপণন সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
আজ বিহারের একটি আদালত ম্যাগি নুডলসের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন বা এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছেন।