টেক্সাসে আগুনে পুড়ল মসজিদ, কারণ অজানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/29/photo-1485663803.jpg)
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আগুনে পুড়ে গেল একটি মসজিদ। অঙ্গরাজ্যটির হিউস্টন শহরের ১১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছোট শহর ভিক্টোরিয়ার ওই মসজিদটি আগুনে পুরোটাই পুড়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফক্স নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার নামে ওই মসজিদ থেকে আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে আগুনে পুরো মসজিদটি পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের উৎস বা এর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি প্রশাসন। তারা এ ঘটনাটির তদন্তে স্থানীয় জনগণের সহায়তা চেয়েছে।
সাত বছর আগে মসজিদটি আরো একবার সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল। এ ছাড়া তিন মাস আগে মসজিদটিতে চুরি হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার নামে মসজিদটি ওই এলাকার মুসলমানদের জন্য একমাত্র প্রার্থনাস্থল ছিল। মসজিদটিতে একসঙ্গে ১০০ জন সমবেত হতে পারতেন।
এদিকে টেক্সাসে মসজিদে আগুনের এ ঘটনা ‘বিদ্বেষপ্রসূত হামলা’ হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে সাত মুসলমানপ্রধান দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটল।