আইএসের শীর্ষ খুনিকে কুপিয়ে হত্যা!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/30/photo-1485790020.jpg)
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ খুনি আবু সায়েফ নিহত হয়েছেন। তাঁকে কুপিয়ে হত্যা করেছে। ‘আবু সায়েফ’ নামে পরিচিত ওই ব্যক্তি প্রকাশ্যে মানুষের শিরশ্ছেদ করতেন। এ পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের শিরশ্ছেদ করেছেন তিনি।
এর আগেও আবু সায়েফের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। তবে মেইল অনলাইন জানিয়েছে, ইরাকভিত্তিক তিনটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। গত রোববার এ ঘটনা ঘটে বলে ইরাকের সংবাদমাধ্যম জানিয়েছে।
ইরাকে আল দাওয়াসা অঞ্চলে নিনেভাহ এলাকায় অবস্থান করছিলেন সায়েফ। ওই এলাকায় আইএসের প্রধান হিসেবে কাজ করছিলেন তিনি। এলাকাটি মসুলের কাছাকাছি। সেখানেই সায়েফকে আটক করে তাঁর বিরোধী পক্ষ। আর এরপরই সায়েফকে কুপিয়ে হত্যা করে তাঁরা। ঘটনাস্থলেই সায়েফ প্রাণ হারান।
জানা যায়, নিজের হাতে শিরশ্ছেদ করার পর বিচ্ছিন্ন হওয়া মাথাগুলো নিজেই সংগ্রহ করতেন সায়েফ। পরে আল কাসাফা নামের এলাকায় গর্তে ফেলতেন।
এআরএ নিউজের ইরাকি সাংবাদিক মুহাম্মদ ইয়ার বলেন, ‘নিনেভাহ এলাকায় সবচেয়ে ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতেন সায়েফ। দীর্ঘ শরীর ও শক্তিশালী বাহুর জন্য পরিচিত ছিলেন সায়েফ। আইএস যেসব শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করত এসব ভিডিওর বেশির ভাগের মধ্যে সায়েফই থাকতেন। সায়েফ ছিলেন আইএসের বর্বরতার প্রতীক।’
ইরাকভিত্তিক সংবাদমাধ্যম ‘আলসুমারিয়া’ ও ‘ইরাকি নিউজ’ সায়েফ নামে ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এসব সংবাদমাধ্যমে বলা হয়, ‘এক সশস্ত্র গ্রুপ কুপিয়ে হত্যা করে সায়েফকে। তবে ওই গ্রুপের নাম জানা যায়নি।’