ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন বারাক ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিবৃতি দিয়েছেন বলে তাঁর মুখপাত্র কেভিন লুইস জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বারাক ওবামা ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন, কোনো ব্যক্তির ধর্ম অথবা বিশ্বাসের পক্ষপাতমূলক ধারণার সঙ্গে তিনি একমত নন।
ওবামা উপলব্ধি করছেন, ‘প্রত্যেক বিক্ষোভকারী ভাবছেন আসলে তাঁরা কী দেখার আশা করেছিলেন। তাঁরা কী এমনটা দেখতে চেয়েছিলেন যখন আমেরিকার মূল্যবোধ বিপন্ন হতে চলেছে।’
মাত্র ১০ দিন আগে হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম বারাক ওবামা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করলেন। প্রেসিডেন্টের সমালোচনা করার থেকে বিরত থাকার একটি অলিখিত নিয়ম ভঙ্গ করে ওবামা হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দার সমালোচনা করেন। হোয়াইট হাউস ছাড়ার পর এটিই সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রথম বিবৃতি।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে দেওয়া একটি নির্বাহী আদেশে শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এই নিষেধাজ্ঞার ফলে যেকোনো দেশের শরণার্থী আগামী চার মাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
এদিকে, ট্রাম্পের ওই নির্বাহী আদেশ স্বাক্ষরের পর থেকেই চলছে বিক্ষোভ। ওয়াশিংটন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা ও ডালাস বিমানবন্দরের সামনে বড় আকারের জমায়েত থেকে প্রতিবাদ হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনাও ঘটেছে।