ধর্ষণ হয় পারস্পরিক সম্মতিতেই : টোটারাম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/07/photo-1433689514.jpg)
ছেলে ও মেয়ের মধ্যে পারস্পরিক সম্মতিতেই ধর্ষণের ঘটনা ঘটে। ভারতের উত্তর প্রদেশে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা টোটারাম যাদব এ মন্তব্য করেছেন।
রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে গতকাল শনিবার টোটারাম ধর্ষণের সংজ্ঞা নিয়েই বিতর্কিত সব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ধর্ষণ কী? এ ধরনের কোনো কিছু নেই। ছেলে ও মেয়ের মধ্যে পারস্পরিক সম্মতিতেই ধর্ষণের ঘটনা ঘটে।’
একটি জেলা কারাগার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টোটারাম যাদব দুই ধরনের ধর্ষণের কথা উল্লেখ করেন। একটি হলো জোরপূর্বক, অন্যটি দুজনের মধ্যে সমঝোতার ভিত্তিতে ঘটে। তবে বিতর্কিত এসব মন্তব্যের ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানান যাদব।
মুম্বাইয়ে দুটি দলগত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রশ্ন তুলে গত বছর সমাজবাদী পার্টির প্রধান মোলায়েম সিং যাদব বিতর্কিত মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া উচিত কি? তারা অল্প বয়সী, ভুল করতেই পারে।’