ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ১৭
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
একাদশী উপলক্ষে আয়োজিত বিশেষ পূজার সময় আজ শনিবার (১ নভেম্বর) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় শত শত ভক্ত মন্দিরে ভিড় জমায়। খবর এনডিভির।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরের সিঁড়িতে নারী-পুরুষদের মধ্যে প্রচণ্ড ধাক্কাধাক্কি চলছে। অনেকে নিজেদের বাঁচাতে চিৎকার করছে। পরে মন্দিরের আঙিনায় একাধিক দেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অনেককে স্থানীয় লোকজন উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরকারি সূত্রে জানা গেছে, কাশিবুগ্গা এলাকার মন্দিরটি ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত এবং এটি রাজ্য সরকারের এনডাউমেন্টস বিভাগের অধীনে নয়। মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানায়নি যে একাদশীতে এত বড় জনসমাগম হতে পারে। যেখানে পদদলিতের ঘটনা ঘটেছে সেই অংশে এখনো নির্মাণকাজ চলছিল এবং প্রবেশ ও প্রস্থান ছিল একই পথে।
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘শ্রীকাকুলামের কাশিবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’
উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রতিজনকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।
মোদি এক্সে লিখেছেন, ‘অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনায় আমি ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়া হবে।’
রাজ্যপাল এস আবদুল নাজির আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ বলেন, ‘সরকার জেলা প্রশাসনকে তৎক্ষণাৎ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে বলেছে। একই সঙ্গে রাজ্যের সব বড় মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ মোতায়েন ও চিকিৎসা ক্যাম্প স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে রাজ্য মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘একাদশীর এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক প্রকাশ করে বলেন, ‘শ্রীকাকুলামের কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এনটিভি অনলাইন ডেস্ক