নেপালে বন্যায় সৃষ্ট ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু
তিনদিন ধরে মৌসুমি ভারী বৃষ্টিপাতের ফলে নেপালে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে বেশ দূরে পূর্বাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। এ ছাড়া নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলেও জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
খবরে উল্লেখ করা হয়, বর্ষা মৌসুমে নেপালে ভূমিধসের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। তবে সাম্প্রতিক ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক এমন সময়ে এই ভূমিধসের ঘটনা ঘটল।