ফেসবুক লাইভে এসে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণের ভিডিও সরাসরি ফেসবুক লাইভে প্রকাশ করার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো নগরের পুলিশ।
স্থানীয় সময় রোববার শিকাগো পুলিশের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়। পুলিশ জানায়, চলতি বছরের মার্চ মাসে কয়েকজন যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে।
শিকাগো পুলিশ আরো জানায়, ১৫ বছর বয়সী আরেক কিশোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া আরো কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পদক্ষেপ নেওয়া হতে পারে।
পুলিশপ্রধান এডি জনসন বলেন, ‘যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাদের লজ্জিত হওয়া উচিত। এখন তাদের অভিযুক্ত করা হবে।’
জনসন আরো বলেন, মামলাটি স্পর্শকাতর ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক জড়িত রয়েছে। তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাবে না।
ফেসবুক লাইভে ধর্ষণের ভিডিওটির বিষয়ে কিশোরীটির চাচা তার মাকে জানায়। এরপর কিশোরীটির মা পুলিশের কাছে অভিযুক্ত ছয়জনের ছবি দেখায়।
শিকাগোতে বিভিন্ন অপরাধের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো জড়িয়ে পড়ছে। গত কয়েক মাসে সেখানে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়।

রয়টার্স