নিজেদের তৈরি বিমানবাহী রণতরী ভাসাল চীন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/26/photo-1493220898.jpg)
নিজেদের তৈরি বিমানবাহী রণতরী সাগরে ভাসাল চীন। দেশটির লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরে অবস্থান করছে ওই রণতরী। এটি চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী। তবে নিজেদের তৈরি প্রথম।
বিবিসি জানিয়েছে, এখনো রণতরীর নাম দেওয়া হয়নি। ২০২০ সাল নাগাদ এটা কাজ শুরু করবে।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যখন উত্তেজনা চলছে তখনই চীনের এ খবরটি এসেছে। চীনের প্রথম রণতরীটি ইউক্রেন থেকে কেনা। যা পরে চীনে এনে মেরামত করা হয়।
এদিকে এরইমধ্যে কোরিয়ার কাছাকাছি সাবমেরিন ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার উত্তপ্ত সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, এটা চীনের জন্য একটা বড় পদক্ষেপ। যে রণতরী চীন এনেছে তা যুক্তরাষ্ট্রের তুলনায় ছোট তবুও এ সময় এটা চীনের একটা বড় অর্জন। কেবল ওই দুইটি রণতরী নিয়ে চীন সন্তুষ্ট থাকবে এটা ভাবা কঠিন।
নতুন রণতরী বেশ আধুনিক। বিশেষ করে প্রথমটির চেয়ে এগিয়ে। চীনের প্রথম রণতরী ২৫ বছর আগে নির্মাণ করা হয়। তবে চীন এখন সেনাসহ সমরাস্ত্রের বিষয়ে যথেষ্টই আধুনিক।
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতিরক্ষা বাজেট কম। তবে চলতি বছর চীন জিডিপির এক দশমিক তিন শতাংশ ব্যয় করবে প্রতিরক্ষা খাতে।