স্বামীর সঙ্গে ঝগড়া, ১৫ তলায় উঠে আত্মহত্যার চেষ্টা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/09/photo-1494348642.jpg)
স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এক তরুণী। সে কারণেই উঠে পড়েন ভবনের ১৫ তলায়। দেয়ালে হেলান দিয়ে সরু একটি বিমের ওপর বসে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই তরণীকে নাটকীয়ভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছেন দমকল বাহিনীর সদস্যরা।
গত শুক্রবার পূর্ব চীনের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ওই তরুণীকে উদ্ধার করার ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, তরুণী একটি ভবনের করিডরের পাশের ঝুঁকিপূর্ণ সরু বিমে বসে আছেন। আত্মহত্যা করার জন্য প্রায় ১৫০ ফুট উঁচু ওই স্থানে দেয়ালে হেলান দিয়ে ছিলেন তিনি। এমন সময় ওই তরুণীর ঠিক পেছনের একটি জানালা পার হন দমকল বাহিনীর পোশাক পরা এক সদস্য। এরপর সরো বিম দিয়ে তিনি তরুণীর দিকে আস্তে আস্তে হেঁটে যেতে থাকেন। দমকল বাহিনীর ওই সদস্যের পেছনে দড়ি লাগানো ছিল। সেই দড়ি ধরেছিলেন তাঁর সহকর্মীরা।
ওই তরুণীকে বুঝতে না দিয়ে তিনি সাবধানে তাঁর কাছে যান। এরপর তরুণীকে জাপটে ধরেন যাতে তরুণী নিচে পড়ে যেতে না পারেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই পাশের করিডর দিয়ে দমকল বাহিনীর আরো কয়েকজন সদস্য ছুটে আসেন। তাঁরাও তরুণীকে ধরে ঘরের ভেতরে নিয়ে যান।
অবশ্য এই উদ্ধারকাজ পরিচালনা করার আগে দমকল বাহিনীর সদস্যরা নিচে বায়ু গদি (এয়ার ম্যাটস) তৈরি রাখেন। যাতে তরুণী নিচে পড়ে আত্মহত্যা করতে না পারেন।