রাস্তায় হঠাৎ বজ্রপাত, এরপর যা হলো…
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/16/photo-1494919452.jpg)
চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের একটি রাস্তায় বজ্রপাতের পর আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। ছবি : ফেসবুক থেকে
চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে বৃষ্টিস্নাত একটি দিন। ঝড়-বাদলের মধ্যেই রাস্তা দিয়ে চলছিল গাড়ি। হঠাৎ চোখ-ধাঁধানো আলোর ঝলকানি। তারপর রাস্তাজুড়ে আগুনের খেলা।
স্থানীয় সময় ১১ মে বজ্রপাতের অদ্ভুত ওই ভিডিও ধরা পড়ে রাস্তায় চলমান একটি গাড়ির ড্যাশবোর্ডে রাখা ক্যামেরায়। বজ্রপাতের পরপরই সেকেন্ডের জন্য নেমে আসে অন্ধকার। তারপর বাজের আগুনের ফুলকিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। তবে ওই বজ্রপাতে হতাহত হয়নি কেউ।
চায়না প্লাস নিউজ নামে একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি এরপর শেয়ার করা হয়। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির ব্যাপক জনপ্রিয়তা পায় সেটি।
মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে ইন্টারনেটজুড়ে। এরপর অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, বজ্রপাতের ফলে ভয়ংকর কোনো দুর্ঘটনাও ঘটতে পারত।