আটকানো আঙুল নিয়েই চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়, তারপর…
ট্রেনে উঠে আরাম করে বসার পর ভদ্রলোক অবিষ্কার করলেন, তিনি ভুল ট্রেনে উঠেছেন। ততক্ষণে ট্রেনের পরিচালক পতাকা উড়িয়ে সিগন্যাল দিয়ে দিয়েছেন, চালকও বাজিয়েছেন হুইসেল। তারপরও আসন ছেড়ে কামরার ভেতর দিয়ে দৌড়ে তড়িঘড়ি করে নামার চেষ্টা করেন ভদ্রলোক। বিপত্তিটার এখানেই শেষ হতে পারত। কিন্তু না, এখানেই শেষ নয়। নামার সময় আঙুল আটকে গেল ট্রেনের দরজায়। এদিকে, ট্রেনের গতিও ধীরে ধীরে বাড়েছে। কী আর করা। আটকানো আঙুল নিয়েই ছুট লাগালেন ট্রেনের সঙ্গে।
স্থানীয় সময় সোমবার চীনের জিয়াংসু প্রদেশের চ্যাংঝোউ শহরের একটি রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি ভিডিও করেন এক প্রত্যক্ষদর্শী।
ভিডিওতে দেখা যায়, আটকানো আঙুল নিয়েই ওই যাত্রী ট্রেনের সঙ্গে ছোটা শুরু করেন। তবে বেশিদূর ছুটতে হয়নি তাঁকে। কিছুদূর যাওয়ার পরই ছাড়িয়ে নিতে পারেন নিজের আঙুল। এদিকে বসে ছিলেন না স্টেশনে থাকা অন্য যাত্রীরাও। ট্রেন থামাতে তাঁরাও হাঁকডাক শুরু করে দেন।
ভিডিওটি করার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ছাড়া হয়। ভিডিওটিতে লেখা হয়, প্ল্যাটফর্ম ছাড়ার আগেই আঙুল ছাড়িয়ে নিতে সক্ষম হন ওই ব্যক্তি। তেমন আহতও হননি তিনি।