ব্যতিক্রমী ছবি তুলতে আলোকচিত্রীর কাণ্ড!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/18/photo-1495120386.jpg)
বিয়ের পোশাকে আগুন ধরিয়ে দিয়ে নারীর ছবি তুলতে গিয়ে বিপদ ঘটিয়ে ফেলছিলেন চীনা এক আলোকচিত্রী। ছবি : ইউটিউব
মনে রাখার মতো একটি ছবি তুলতে আলোকচিত্রীকে অনেক কিছুই করতে হয়। এতে অনেক সময় নানা ধরনের বিপত্তিতেও পড়তে হয়। তেমনই বিপত্তিতে পড়েছেন চীনের এক আলোকচিত্রী। ব্যতিক্রমী একটি ছবি তুলতে গিয়ে সদ্য বিবাহিত একজন নারীর জীবনই ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন তিনি।
ওই ছবি তোলার দৃশ্যসংবলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটিতে দেখা যায়, বিয়ের পোশাক পরা এক নারী ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন। সেই পোশাকের এক পাশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ঘটনা এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর সেই আগুন নারীর গা ঝলসে দিতে নিয়েছিল। ঠিক সেই সময়ে অপর এক নারী অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
পুরো ফটোশুটের বিষয়টি বেশ নাটকীয়তা সৃষ্টি করেছে। ভিডিওটি দেখে অনেকেই এই ফটোশুটকে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক বলেছেন। কেউ কেউ একে ফটোশপের কারসাজি বলেছেন।