রোজায় যানবাহনে জরিমানায় ৫০ শতাংশ ছাড়!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/23/photo-1495540311.jpg)
সাতটি আমিরাত নিয়ে গঠিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মধ্যে একটি আমিরাতের নাম আজমান। এই আমিরাতের পুলিশ রমজান মাস উপলক্ষে আনল নতুন এক সুবিধা। সেখানে পুরো রমজান মাসজুড়ে ট্রাফিক আইন ভঙ্গের জন্য করা জরিমানায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
ইউএইতে আগামী ২৭ মে থেকে রমজান শুরু হওয়ার কথা। সেই দিন থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।
আজমানের পুলিশপ্রধান মেজর জেনারেল শেখ সুলতান বিন আবদুল্লাহ আল নুয়াইমি খালিজ টাইমসকে জানান, ২১ মের আগে যেসব ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তবে রাস্তার লাল বাতি অগ্রাহ্য করা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য করা জরিমানা এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে না। যাঁরা গতি বাড়ানো ও বিদঘুটে শব্দ সৃষ্টির জন্য গাড়িতে অতিরিক্ত যন্ত্রপাতি লাগিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে না। ২৪ জুন পর্যন্ত থাকবে এই সুবিধা।
আজমানের পুলিশপ্রধান আরো জানান, আজমান পুলিশের স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই জরিমানায় ছাড় দেওয়া হবে। এ ছাড়া এই সুবিধা চালকদের জরিমানা পরিশোধে উৎসাহী করবে।